Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে সড়কের পাশে পড়ে ছিল কাপড় ব্যবসায়ীর লাশ

শেরপুর প্রতিনিধি

শেরপুরে সড়কের পাশে পড়ে ছিল কাপড় ব্যবসায়ীর লাশ

শেরপুরে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকার শেরপুর-জামালপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যবসায়ীর নাম মো. মোস্তাইন বিল্লাহ (৪৫)। তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জনৈক সামসুল হকের ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মোস্তাইন বিল্লাহ ভ্যানে করে কালিবাড়ী বাজারসহ শহরের বিভিন্ন স্থানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকার শেরপুর-জামালপুর সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানায় খবর দেন। লাশের পাশে তাঁর ভ্যানগাড়িটি পাওয়া গেছে। 

খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) হাসিবুর রহমান ও এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে কাপড় ব্যবসায়ী মোস্তাইন বিল্লাহর লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মোস্তাইন বিল্লাহর ডান চোখের পাশে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলমসহ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, যেহেতু রাস্তার পাশে লাশটি পাওয়া গেছে, সে জন্য ময়নাতদন্তের জন্য সেটি জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ওসি জানান, নিহতের পরিবার জানিয়েছে মোস্তাইন হৃদ্‌রোগে আক্রান্ত ছিল। তার হার্টে ব্লক ছিল।

নদে ভাসছিল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ধর্ষণকাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি