ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় হঠাৎ ৬৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত এর কারণ জানা যায়নি।
শ্রমিক ও হাসপাতালে সূত্রে জানা গেছে, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের এল এসকোয়্যার লিমিটেড নামের পোশাক কারখানাটিতে ১৮০০ শ্রমিক কাজ করেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হঠাৎ চার-পাঁচজন শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। এ সময় কারখানার স্টাফ ও পুরুষ শ্রমিকেরা অসুস্থ নারী শ্রমিকদের উদ্ধার করে মাস্টারবাড়ির একটি হাসপাতালে নিয়ে যায়। পর্যায়ক্রমে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অনেককে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শ্রমিকদের দেখতে যান।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইন বলেন, আক্রান্তদের চিকিৎসা চলছে। কী কারণে এমনটা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশের সুপার মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে অসুস্থদের খোঁজ নিতে গিয়েছিলাম। কারখানার ৬৫ জন শ্রমিক অসুস্থ হয়েছে। এর কারণ এখনো জানা যায়নি। তবে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।’