হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়িয়ায় জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় এক ব্যক্তি নিহত

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় ইদ্রিস আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামের এই ঘটনায় রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত ইদ্রিস আলী উপজেলার রঘুনাথপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

গতকাল রোববার সকালে রঘুনাথপুর ব্রিজ সংলগ্ন জমিতে ঘর উত্তোলন করার সময় ইদ্রিস আলীর সঙ্গে চাচাতো ভাই শাহজাহানদের ঝগড়া হয়। একপর্যায়ে ইদ্রিস আলীর মাথায় শাবল দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরে ইদ্রিস আলী মারা যান।

এ ঘটনায় গতকাল রোববার নিহতের ভাবি শেফালি খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহা. ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিরা পলাতক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন