নেত্রকোনার পূর্বধলায় ট্রাকে করে অভিনব কায়দায় ভারতীয় চিনি চোরাচালানের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৬০ বস্তা চিনিসহ ট্রাকটি জব্দ করা হয়।
আজ সোমবার সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দুপুরে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বোর্ডের বাজার এলাকা থেকে ট্রাকভর্তি চিনিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের ছেলে রণজিত ঘোষ (৫২) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার পোদ্দার বাড়ি গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে গোলাম মোস্তফা (৩১)।
পুলিশ জানায়, চোরাকারবারিরা পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে প্রথমে ভারতীয় চিনির বস্তা রাখে। পরে ত্রিপল দিয়ে এর ওপরে বালু দিয়ে ঢেকে দেয়। প্রাথমিকভাবে দেখে এটিকে বালুবাহী ট্রাকই মনে হবে। রোববার ওই ট্রাক দুর্গাপুর থেকে শ্যামগঞ্জে যাওয়ার পথে গোপন সংবাদে উপজেলার বোর্ডের বাজার এলাকায় থামিয়ে তল্লাশি করা হয়। বালু সরানোর পর বেরিয়ে আসে থরে থরে সাজানো ভারতীয় চিনির বস্তা। পরে ট্রাকে থাকা দুজনকে আটক করা হয়।
ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, তল্লাশির সময় চালক মোবাইল ফোনে কথা বলার ছলে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।