হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, কুকুরের কামড়ে মৃত্যু বলে ধারণা পুলিশের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে মো. আজিজুল হক (৩৬) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে নান্দাইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চারিআনিপাড়া এলাকার নদীর পাড়ে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয় । স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, হিংস্র কুকুরের একটি দলের কামড়ে মৃত্যু হয়েছে তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ। 

নিহত মো. আজিজুল হক উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মো. ছমির উদ্দিনের ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজিজুল হক নান্দাইল দক্ষিণ চারিআনিপাড়া নদীর এলাকায় শহীদ মিয়ার বাসায় ভাড়া থাকতেন। সেখানে থেকে একটি ওষুধ কোম্পানি চাকরি করতেন। রোববার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে আসার পথে কুকুরের একটি দল আজিজুল হককে আক্রমণ করে। একপর্যায়ে কুকুর মুখ, চোখে কামড় দেয় এবং পেট ছিদ্র করে নাড়িভুঁড়ি বের করে ফেললে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

রোববার সকালে গিয়ে দেখা যায় নদীর পাড়ের সড়কে আজিজুল হকের মরদেহ পড়ে রয়েছে। তার পরনে থাকা পাঞ্জাবি ও ট্রাউজারের ছেঁড়া রক্তমাখা টুকরো টুকরো অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। নদীর পাড়ে ১০-১২টি হিংস্র কুকুরের একটি দল ঘুরে বেড়ায় বলে জানান এখনকার বাসিন্দরা। 

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন