হোম > সারা দেশ > ময়মনসিংহ

মধ্যরাতে বাকৃবির হলে ছাত্রী নির্যাতন: চার সদস্যদের তদন্ত কমিটি গঠন

বাকৃবি প্রতিনিধি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট হল প্রশাসন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটিতে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানকে সভাপতি এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রিফাত আরা জান্নাত তমাকে সদস্যসচিব করা হয়েছে। 

সদস্য হিসেবে আছেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহমুদা নাসরিন এবং মেরিন ফিশারিজ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর গোলাম মোহাম্মদ মোস্তাকিম। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের গেস্টরুমে সংঘটিত অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো। 

এর আগে ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে মধ্যরাতে ডেকে নিয়ে মুখ বেঁধে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেন মুরছালিন মুস্তাকিন মাফি নামে ওই ভুক্তভোগী। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

এ বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. গোপাল দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি করেছি। কমিটি সময়মতো প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

এদিকে বাকৃবির আবাসিক হলে মধ্যরাতে গেস্টরুমে ডেকে নিয়ে ছাত্রী নির্যাতন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

আজ সংগঠনের সভাপতি রিফা সাজিদা ও সাধারণ সম্পাদক সঞ্জয় রায় এক বিবৃতিতে উভয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন