Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভাড়াটেকে অচেতন করে ধর্ষণ, বাড়িওয়ালা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

ভাড়াটেকে অচেতন করে ধর্ষণ, বাড়িওয়ালা গ্রেপ্তার
গ্রেপ্তার আনোয়ার হোসেন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনায় ভাড়াটে এক গৃহবধূকে (৩৭) ভেষজ ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৭) নামের এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আনোয়ারকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী পরিবারের সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন। আনোয়ার কবিরাজি চিকিৎসা করেন। চিকিৎসার নামে ২৩ মার্চ ওই নারীকে ভেষজ ওষুধ সেবন করান তিনি। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে তিনি তাঁকে ধর্ষণ করেন। পরে জ্ঞান ফিরলে ওই নারীকে আনোয়ার বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকিসহ ভয় দেখান। এরপর ২৪ ও ২৫ মার্চ তাঁকে আবারও ধর্ষণ করেন আনোয়ার।

গতকাল সকালে বিষয়টি ওই নারী তাঁর স্বামীকে জানান। পরে ওই নারী বাদী হয়ে গতকাল বিকেলে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ওই নারীর করা মামলায় আনোয়ারকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট