হোম > সারা দেশ > ময়মনসিংহ

জাককানইবির চারুকলা অনুষদে চলছে বাংলা নববর্ষবরণের প্রস্তুতি

জাককানইবি প্রতিনিধি

‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলা নববর্ষ-১৪৩০ বরণ করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার জন্য মুখোশ, ফেস্টুন তৈরিতে আর রং-তুলির আঁচড়ে ক্যাম্পাস রাঙাতে ব্যস্ত সময় পার করছেন। বাংলা নববর্ষকে বরণ করতে তীব্র উৎসাহ ও উদ্দীপনায় আলপনা করে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

আজ বাংলা পঞ্জিকায় ২৮ চৈত্র, মঙ্গলবার। তিন দিন পরই পঞ্জিকায় যুক্ত হবে আরও একটি নতুন বছর। আর বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদ্‌যাপনে প্রতি বছরই চারুকলা অনুষদ নানা আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গল শোভাযাত্রার আয়োজন ঘিরে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। লক্ষ্য একটাই, বর্ণিল আয়োজনে দিনটি উদ্‌যাপন করা। 

চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বাংলার ঐতিহ্য পুনরায় উপস্থাপন করতে লোকজ ঐতিহ্যবাহী মুখোশ, প্যাঁচার মাস্ক, হাতি, বাঘ, পোস্টার ম্যাশ, ঘোড়ার আকৃতি তৈরি করছে। এ ছাড়া অশুভ শক্তিতে প্রতিরোধের প্রতীক হিসেবে মঙ্গল শোভাযাত্রায় ব্যবহারের জন্য মুখোশ, ব্যানার-ফেস্টুন তৈরি করা হচ্ছে। 

এ বিষয়ে চারুকলা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুবিন আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের বৈশাখে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সিনিয়র-জুনিয়র একসঙ্গে মিলে কাজ করছি। দিন-রাত কাজ করছি, শিক্ষকেরাও আমাদের সহযোগিতা করছেন।’ 

বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য আমরা কয়েক দিন ধরেই কাজ করছি। এ কাজে আমি বিভাগের শিক্ষার্থী হিসেবে অনেক আনন্দ পাচ্ছি। তেমনি কাজও দ্রুত এগিয়ে চলেছে।’ 

পয়লা বৈশাখের আয়োজনের প্রস্তুতি নিয়ে আয়োজক কমিটির সভাপতি ও চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এবার আমরা লোকজ ঐতিহ্যবাহী মুখোশ, প্যাঁচার মাস্ক, হাতি, ঘোড়া, বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেছি। হাতের কাজ শেষ এখন চলছে রঙের কাজ। এত সুন্দর কাজ করার পেছনে সম্পূর্ণ অবদান আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের। ওদের অক্লান্ত পরিশ্রমে এত কিছু সুন্দরভাবে করা সম্ভব হচ্ছে।’ 

পয়লা বৈশাখ (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন