ময়মনসিংহের ভালুকায় অটোরিকশায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ সময় এক অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালকের নাম শরিফুল ইসলাম (৪৭)। তিনি উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেট কার ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালক শরিফুল ঘটনাস্থলেই নিহত হন। আহত যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর চালক প্রাইভেট কার রেখে পালিয়ে গেছে। পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেট কার জব্দ করা হয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।