হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় শিয়ালকে ধাওয়া করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় শিয়ালকে ধাওয়া করতে গিয়ে মাটিতে পড়ে সুবর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার উথুরা ইউনিয়নের মরচী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের খলিলুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির উঠান থেকে একটি মুরগি শিয়ালে ধরে নিয়ে যায়। এ সময় সুবর্ণা ও তার বড় বোন খোদেজা আক্তার শিয়ালকে ধাওয়া করে। পরে খেতের আইল দিয়ে দৌড়াতে গিয়ে সুবর্ণা হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সে উপজেলার কাতলামারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

সুবর্ণার বড় ভাই কবীর হোসেন বলেন, ‘সকালে উঠান থেকে মুরগি নিয়ে যাওয়ার সময় আমার দুই বোন শিয়ালের পেছনে দৌড় দেয়। তারা শিয়ালকে ধাওয়া করতে গিয়ে সুবর্ণা মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।’

কাতলামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার বলেন, ‘উপজেলার মরচী গ্রামের খলিলুর রহমানের মেয়ে সুবর্ণা আক্তার আমার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন