ময়মনসিংহের ভালুকায় শিয়ালকে ধাওয়া করতে গিয়ে মাটিতে পড়ে সুবর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার উথুরা ইউনিয়নের মরচী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের খলিলুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির উঠান থেকে একটি মুরগি শিয়ালে ধরে নিয়ে যায়। এ সময় সুবর্ণা ও তার বড় বোন খোদেজা আক্তার শিয়ালকে ধাওয়া করে। পরে খেতের আইল দিয়ে দৌড়াতে গিয়ে সুবর্ণা হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সে উপজেলার কাতলামারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
সুবর্ণার বড় ভাই কবীর হোসেন বলেন, ‘সকালে উঠান থেকে মুরগি নিয়ে যাওয়ার সময় আমার দুই বোন শিয়ালের পেছনে দৌড় দেয়। তারা শিয়ালকে ধাওয়া করতে গিয়ে সুবর্ণা মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।’
কাতলামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার বলেন, ‘উপজেলার মরচী গ্রামের খলিলুর রহমানের মেয়ে সুবর্ণা আক্তার আমার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।’