Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে চারপাশ পানির মধ্যেই সড়কের পাশে দাফন করা হয়েছে তাঁকে। 

নিহত রুসমত খান শ্রীপুর  গ্রামের মৃত আক্তার খানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন। 

জানা গেছে, দুপুরের দিকে পানিতে ডোবা পুকুরপাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে স্রোতে ভেসে যান। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। 

উল্লেখ্য, টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর, রাস্তা, পুকুর, ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে। 

নিহতদের ভাতিজা আলাল খান বলেন, ‘পানিতে পুকুর ডুবে পাশে বুকসমান পানি। কোনোদিকে পুকুরের গভীর বোঝার উপায় নেই। এই পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশেই পানি। সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।’ 

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন বলেন, ‘আমি খোঁজ-খবর নিয়েছি। আজ সকালে দাফন করা হয়েছে।’

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট