ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। আজ সোমবার সকালে মহানগরীর বড় বাজার, জুবিলী ঘাট, নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় তিনি বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, দোকানের মালামাল উচ্ছেদ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।