জামালপুরের বকশীগঞ্জে পাটকলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল পাচারের সময় তিনটি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী ও থানা-পুলিশ। এ সময় যানবাহনগুলোর তিন চালক ও চালকের তিন সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাটকলে এ ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে পাটকলের গেট খুলে তিনটি ট্রাক প্রবেশ করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা থানা-পুলিশকে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানার পুলিশ সেনাবাহিনীর বকশীগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জুট মিলে হানা দিয়ে যন্ত্রাংশবোঝাই তিনটি ট্রাক জব্দ করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন চালক ও তাদের সহকারীদের আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, গতকাল রাতে খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় পাটকলের ভেতরে বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।