হোম > সারা দেশ > ময়মনসিংহ

মুক্তাগাছায় নেশাজাতীয় ইনজেকশনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় ৯৮৫টি নেশাজাতীয় ‘বুপ্রিনরফিন’ ইনজেকশনসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল রোববার বিকেলে উপজেলার ভাবকির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। 

আজ সোমবার সকালে র‍্যাব-১৪-এর কোম্পানির স্কোয়াড কমান্ডার মুহাম্মদ জাহিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তারের বিষয়ে জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের বাসিন্দা জাহিরুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী ভানু বিবি (৪৫)। 

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গতকাল বিকেলে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে র‍্যাবের একটি দল বিশেষ অভিযান চালায় মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড় এলাকায়। এ সময় তারা জাহিরুল ও তাঁর স্ত্রী ভানু বিবিকে গ্রেপ্তার করে। 

জব্দ করা নেশাজাতীয় ইনজেকশনের বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। জাহিরুল ও ভানু বিবি অনেক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় বুপ্রিনরফিন ইনজেকশন কেনা-বেচা করে যুবসমাজকে ধ্বংস করে আসছিলেন বলে জানায় র‍্যাব। মামলা দায়েরের পর আসামিদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন