হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে বিদ্যালয়ের মেঝেতে পড়ে ছিল নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের মেঝে থেকে এক নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার জাটিয়া উচ্চবিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মো. আরমান মিয়া (২৪) বিদ্যালয়টির নৈশপ্রহরী ছিলেন। তিনি জাটিয়া ইউনিয়নের আরশিপাড়া গ্রামের মৃত লোকমান হেকিমের ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরমান ২০২১ সালের ৮ ডিসেম্বর নৈশপ্রহরী হিসেবে জাটিয়া উচ্চবিদ্যালয়ে যোগ দেন। প্রতিদিনের মতো গতকাল সোমবার রাত ৮টার দিকে বিদ্যালয় পাহারা দিতে যান আরমান। মঙ্গলবার ভোরের দিকে বিদ্যালয়টির শিক্ষক মিলনায়তন থেকে এক ধরনের আওয়াজ শুনতে পান স্থানীয়রা। 

স্থানীয় কয়েকজন জানালা ফাঁক করে দেখেন মেঝেতে রক্তমাখা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে নৈশপ্রহরী আরমান। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হন। এরপর আরমানের বাড়িতে খবর পাঠানো হলে তাঁর চাচি ফাতেমা খাতুনসহ পরিবারের লোকজন এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। তারপর সেখানকার চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। 

আরমানের মা শামছুন্নাহার ঝর্ণা আহাজারি করে বলেন, ‘আমার ছেলে তো কারওর কোনো ক্ষতি করে নাই, আমার ছেলেটারে কেন মারল? আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।’  

জাটিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বলেন, ‘আরমান খুবই ভালো ছেলে ছিল। যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’ 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আটক সম্ভব হবে। এ ছাড়া এই বিষয়ে অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন