Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

কলমাকান্দা উপজেলা যুবলীগের সহসভাপতি ইয়াবাসহ আটক

নেত্রকোনা প্রতিনিধি

কলমাকান্দা উপজেলা যুবলীগের সহসভাপতি ইয়াবাসহ আটক

নেত্রকোনার কলমাকান্দায় ইয়াবা ও নেশার ট্যাবলেটসহ (টাপেন্টাডল) উপজেলা যুবলীগের সহসভাপতি মো. শরীফ মাহমুদ সুমনকে (৪৭) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের মনতলা গ্রাম থেকে ৩৫টি ইয়াবা ও ৪৮টি নেশার ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, সুমন একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে চারটি মাদকের মামলা রয়েছে। শরীফ মাহমুদ সুমন উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুমন তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। গতকাল সন্ধ্যায় বাড়ির সামনে সুমনকে পেয়ে দেহ তল্লাশি করে ৩৫টি ইয়াবা ও ৪৮টি টাপেন্টাডল ট্যাবলেট পাওয়ার পর আটক করা হয়। বাড়ি তল্লাশি করতে রওনা হলে পুলিশ আসছে বলে চিৎকার করে সুমন তাঁর স্ত্রীকে সতর্ক করে দেয়। চিৎকার শুনেই ডুপ্লেক্স বাড়ির দরজা বন্ধ করে দেন সুমনের স্ত্রী। আধা ঘণ্টার বেশি সময় দরজা বন্ধ রেখে ভেতরে থাকা মাদক লুকিয়ে ফেলেন বলে পুলিশের ধারণা। পরে দরজা খুলে দিলেও আর মাদক খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা যুলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম বলেন, ‘শরীফ মাহমুদ সুমন উপজেলা যুবলীগের সহসভাপতি হলেও তিনি দলীয় কাজে সক্রিয় নন। আমরা সব সময় মাদকের বিরুদ্ধে। মাদকমুক্ত সুন্দর সমাজ গড়তে সব সময় কাজ করি। মাদকের এ ঘটনায় সুমনের বিরুদ্ধে দলীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় রাতেই সুমনের নামে মাদক আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ধর্ষণকাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা