হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিকেলে গ্রেপ্তার, মধ্যরাতে হাজতে অসুস্থ, পরে মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে মারামারির মামলায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। পরে মধ্যরাতে সরিষাবাড়ী থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে হাসাপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা হাটবাড়ী গ্রামের দুলু কামারের ছেলে আনোয়ার হোসেন। সে সরিষাবাড়ী থানার মারামারির একটি মামলার এজাহারভুক্ত আসামি।

গতকাল মঙ্গলবার বিকেলে আসামি আনোয়ার হোসেনকে তাঁর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে থানা হাজতে রাখা হয়। মধ্যরাতে হঠাৎ তিনি থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ তৎক্ষণাৎ তাঁকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনের মামা আলহাজ ফকির বলেন, ‘পুলিশ সুস্থ অবস্থায় আনোয়ারকে ধরে নিয়ে গেল। আর এমন কী হলো যে, রাতেই সে মারা গেল।’

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।’

এ ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, আনোয়ার হোসেনের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার বিষয়টি পুলিশ তাঁকে জানিয়েছিল। তৎক্ষণাৎ তিনি হাসপাতালে গিয়ে আনোয়ার হোসেনের নিথর দেহ দেখতে পান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, হাজতি আনোয়ার হোসেন মঙ্গলবার মধ্য রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন