আসিফের তিন বছর বয়সে তাঁর বাবা মারা যান। এর পর থেকে সংসারে শুরু হয় টানাপড়েন। সেই সংসারে নিজের সব সাধ-আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানদের সব আবদার মেটাতেন তাঁর মা। অপূর্ণ রাখেননি ছেলের ফুটবলার হওয়ার স্বপ্নও। বড় ফুটবলার হওয়ার স্বপ্নে সব সময় অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জোগাতেন তিনি। সংবর্ধনা নিতে এসে এসব কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-২০) শিরোপা জয়ী অধিনায়ক আশরাফুল হক আসিফ।
আজ শুক্রবার ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আসিফের কান্না দেখে তাঁর মা মমতাজ বেগম ও বড় ভাই আরিফুল হকও কান্নায় ভেঙে পড়েন। এই দৃশ্য দেখে উপস্থিত অনেককে চোখের পানি মুছতে দেখা যায়।
আসিফের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। বাবা প্রয়াত আবু তালেব ছিলেন সাংবাদিক ও ফুটবলার। তাঁর মা মমতাজ বেগম পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর, বড় ভাই আরিফুল হকও ফুটবলার ও সাংবাদিক।