Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভারী বর্ষণে সেতু ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন ১৫ গ্রামের মানুষ 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ভারী বর্ষণে সেতু ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন ১৫ গ্রামের মানুষ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে ভারী বৃষ্টি এবং প্রবল স্রোতের কারণে ভেঙে গেছে একটি লোহার সেতু। ওই অবস্থায় যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১৫টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ।

স্থানীয়রা জানান, টানা বর্ষণে সেতুটির নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণেই আজ বুধবার ভোরের দিকে সেতুটি ভেঙে পড়ে।

সরেজমিন দেখা গেছে, দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালের পানিতে ভেঙে পড়ে আছে লোহার সেতুটি। সেতুটি ভেঙে পড়ায় সড়কের দুপাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, সেতুটি ভেঙে পড়ায় উচাখিলার উজানচর, মরিচারচর, চরআলগী, টানপাড়া, টান মলামারি, মাইজপাড়া ও হাশের আলগীসহ অন্তত ১৫ গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া ঈশ্বরগঞ্জ, উচাখিলা, রাজিবপুর এবং ব্রহ্মপুত্র নদের পাড় হয়ে ত্রিশাল, কালীবাজার ও ময়মনসিংহে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করেন এই সড়ক দিয়ে।

চর আলগী গ্রামের মো. স্বপন মিয়া (৪৪) বলেন, ‘এই রাস্তা দিয়ে দৈনিক ১০ হাজারের বেশি মানুষ এবং ৪০০–৫০০ অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। আমরা উচাখিলা ও ঈশ্বরগঞ্জ বাজারে কৃষিপণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করি। তাই এই রাস্তা ও সেতুটি ভেঙে পড়ায় আমার খুব খারাপ অবস্থায় আছি। আশপাশের ১৫ গ্রামের প্রায় ২০ হাজার লোক এতে ভোগান্তিতে পড়েছেন। সরকারের কাছে দাবি, আমাদের এই গুরুত্বপূর্ণ সড়কের সেতু যেন দ্রুত মেরামত করে দেয়।’

স্থানীয় ফজলুল হক (৬০) বলেন, ‘প্রবল স্রোতে সেতুর নিচে দুপাশ থেকে মাটি সরে গিয়েছিল। সেতুটি দীর্ঘ পুরোনো। সেতু ভেঙে পড়ায় ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী চরম বিপাকে পড়েছেন।’

সেতু ভেঙে ১৫ গ্রামের মানুষের যোগাযোগবিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি: আজকের পত্রিকামাথায় পাট নিয়ে বিক্রির জন্য বাজারে যেতে চেয়েছিলেন মরিচার গ্রামের কৃষক নিজাম উদ্দিন। বিক্রি করে সেই আয় দিয়ে সংসারের জন্য করবেন বাজার-সদাই। কিন্তু ভেঙে পড়া সেতুর সামনে এসে থেমে যান। ভারী কণ্ঠে বলেন, ‘পাট বিক্রি করতে না পারলে খাব কি? বাজারে কীভাবে যাব?’

এ বিষয়ে জানতে চেয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিষয়টি অবহিত করেছি। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

ভেঙে যাওয়া লোহার সেতু। ছবি: আজকের পত্রিকাময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, দ্রুত সরেজমিন পরিদর্শন করে সেতুটি দিয়ে চলাচলের উপযোগী করে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, দুর্ভোগ নিরসনে সাময়িক চলাচলের উপযোগী করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। যেহেতু সেতুটি সড়ক ও জনপথের (সওজ) অধীনে, তাই তাদের সঙ্গে কথা বলে স্থায়ীভাবে মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে

৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য