জাককানইবি প্রতিনিধি
আগামী ৩ জুলাই থেকে গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছুটি থাকবে। তবে আগামী ৫ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। একাডেমিক ছুটি শেষ হবে আগামী ১৪ জুলাই।
ছুটির বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ূন কবীর বলেন, যথারীতিতে বিশ্ববিদ্যালয়ের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তবে নির্মিতব্য নতুন মসজিদে এবার ঈদের নামাজ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
ড. হুমায়ূন কবীর আরও বলেন, ‘ছুটির মধ্যে জরুরি পরিষেবাসমূহ চলমান থাকবে। আবাসিক হল খোলা রাখার পরিস্থিতি আমাদের নেই। তাই হলগুলো বন্ধ থাকবে।’