হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে সোহাগ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় সোহাগ মিয়া হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার লেংড়ার বাজারে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে এই মানববন্ধন হয়। এ সময় খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে নিহত সোহাগের বাবা মো. জসিম উদ্দিন, মা হাসিদা বেগম, স্ত্রী সুমি আক্তার, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম মণ্ডল, মানকোন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ফকির বক্তব্য দেন। বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

গত ১৩ জানুয়ারি উপজেলার লেংড়া বাজার এলাকায় একটি ইসলামী সম্মেলন চলাকালে স্থানীয় জয়দা গ্রামের সোহাগ মিয়াকে মানুষের ভিড়ের মধ্যে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে একদল যুবক।

এ ঘটনায় সোহাগের বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করলেও অন্যরা অধরা রয়ে গেছেন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন