ময়মনসিংহের নান্দাইলের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, ‘ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা সকাল ৯টার দিকে শুনতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। বিদ্যালয়ের কিছু বেঞ্চ পুড়ে গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।’