হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীতে দেয়ালধসে বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো পরিত্যক্ত দেয়ালধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুর্গাবাড়ি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম লক্ষ্মী রানী বসাক (৭০)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মীর স্বজন অপু ও দীপু বসাক দুর্গাবাড়ি রোডে তাঁদের সাত শতক জায়গায় বহুতল ভবন নির্মাণ করার জন্য সম্প্রতি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করেন। সেখানে ১১ তলা পুষ্পাঞ্জলি টাওয়ার নির্মাণের জন্য বালু-পাথর সংরক্ষণ করা হচ্ছিল। পাশে দীর্ঘদিনের পুরোনো একটি পরিত্যক্ত দেয়াল ছিল। সেটি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধসে রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জমির মালিক অপু বলেন, ‘হঠাৎ পরিত্যক্ত দেয়াল ধসে আমাদের চাচি মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা। বিষয়টি শুনে হাসপাতালে গিয়েছি। তাঁদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন