হোম > সারা দেশ > ময়মনসিংহ

বেতনের দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় বেতনের দাবিতে আইসক্রিম কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আইসক্রিম কারখানার শ্রমিকেরা। আজ রোববার উপজেলার মেহেরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার মেহেরাবাড়ী লাভেলো আইসক্রিম কারখানাতে দুই থেকে আড়াই শতাধিক শ্রমিক কাজ করেন। তারা দুই মাসের বকেয়া বেতনসহ নানা দাবিতে সকালে কাজ বন্ধ রেখে কারখানার সামনে অবস্থান নেয়। পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। উপজেলা প্রশাসন, ভালুকা মডেল থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। আগামী ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।  

শ্রমিকেরা জানান, অক্টোবরে আংশিকসহ তাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। তা ছাড়া তাদের ১৬ মাসের নাইট বিল, ১৪ মাসের ভাতা বকেয়া আছে। দেই–দিচ্ছি করেও কর্তৃপক্ষ তাদের পাওনাদি পরিশোধ করছে না।

ফলে, বাসাভাড়া, বাজার করতে তাদের সমস্যা হচ্ছে। সরকারের ঘোষণা অনুসারে তাদের বেতন বাড়ানো হয় না। নানাবিধ কারণে তারা আজ মহাসড়কে অবস্থান নিয়েছেন বলে জানান।

এ বিষয়ে জানতে লাভেলো আইসক্রিম কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভরাডোবা হাইওয়ে থানার ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, বকেয়া বেতনসহ কিছু দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার দেড় থেকে দু শ শ্রমিক মহাসড়কে নেমে ছিল। পরে কারখানা কর্তৃপক্ষ আগামী ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।

বিএনপি অফিসের ভাড়া বাকি কোটি টাকা, পিস্তল হাতে দলীয় সাবেক উপমন্ত্রী

বকশীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: আরও এক লাশ উদ্ধার

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

‘ব্রিজ দিয়া পার অইলে জীবনডা সার্থক ওইতো’

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ

‘ঈদমেলা’ নামে অশ্লীল নাচ-গান, নারীসহ ৩৮ জন গ্রেপ্তার

কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন