Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ ক্লিনিকের সবাই পলাতক 

নেত্রকোনা প্রতিনিধি

ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ ক্লিনিকের সবাই পলাতক 

নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসূতি মৃত্যুর পর থেকে ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ মালিকপক্ষের লোকজন পালিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় ডিজিটাল সেবা হাসপাতালে এ ঘটনা ঘটে। 

নিহত প্রসূতির নাম রিপা আক্তার (২২)। তিনি জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের রফিক মিয়ার স্ত্রী। 

রফিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার আমার স্ত্রী রিপাকে ডিজিটাল সেবা নামের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে অস্ত্রোপচারের পর মেয়ে সন্তানের জন্ম হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রিপা ও আমাদের সন্তান সম্পূর্ণ ভালো ছিল।’ তিনি আরও বলেন, ‘পরে নতুন একজন নার্স এসে রিপার হাতে থাকা ক্যানোলা খুলে দেয়। রিপাকে একটি ইনজেকশনও দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরপরই আমার স্ত্রীর শরীর নিস্তেজ হয়ে যায়। পরে ও সেখানে মারা যায়। এ ঘটনার পর থেকে নার্সসহ হাসপাতালে কর্তব্যরত সবাই পালিয়ে যায়।’ তবে মেয়েশিশুটি সুস্থ আছে বলে জানান তিনি। 

খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। 

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট