হোম > সারা দেশ > ময়মনসিংহ

হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে শিশু পারভেজ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। গতকাল সোমবার গাজীপুরের জয়দেবপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন–দিলীপ (৫৫) ও মোকসুদ (৫২)। তারা দুজন উপজেলার খারুয়া ইউনিয়নের মর্তুজ আলীর ছেলে। 

আজ মঙ্গলবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। 

জানা গেছে, ২০০৯ সালের ২২ জুন রাত ৯টার দিকে শিশু পারভেজ (১০) ঘরের বাইরে বের হলে নিখোঁজ হয়। পরে রাত ১২টার দিকে কে বা কারা পারভেজকে ধারালো অস্ত্রে দিয়ে হত্যা করে গলা ও নাড়িভুঁড়ি আলাদাসহ ক্ষতবিক্ষত লাশ ফেলে যায় বাড়ির পাশে। এ ঘটনায় পারভেজের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে দিলীপ (৫৫), মোকসুদ (৫২) এবং মর্তুজ এর বিরুদ্ধে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর-২২ (০৬) ০৯, ধারাঃ ৩০২ / ৩৪ পেনাল কোড ১৮৬০। 

পরে আসামিরা আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে দুই বছর কারা বাসের পর জামিনে মুক্তি পান। তারা পূর্বের ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে ভিকটিম পারভেজের চাচা বাচ্চুকে ২০১১ সালের ৯ নভেম্বর প্রকাশ্য দুপুরে কুপিয়ে হত্যা করে। বাচ্চু হত্যায় তাহার পরিবার গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নান্দাইল থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর-০৪ (১১) ১১, ধারা– ৩০২ / ৩৭৯ / ৩৪ পেনাল কোড ১৮৬০। বাচ্চু হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। 
 
অপর দিকে শিশু পারভেজ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি দিলীপকে মৃত্যুদণ্ড এবং আসামি মোকসুদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

র‍্যাব--১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন-‘গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন