Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত কর্মচারী নিহত, আহত ১ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত কর্মচারী নিহত, আহত ১ 

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় হারুন অর রশিদ আকন্দ (৬৮) নামের অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চণ্ডীপাশা নতুন বাজার নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হারুন অর রশিদ আকন্দ নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি ধনারামা গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। তিনি নান্দাইল ট্রেজারি অফিস থেকে এডিটর হিসেবে অবসরে যান। আহত ব্যক্তি হলেন চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম (৬৬)। 

হারুন অর রশিদ আকন্দ চণ্ডীপাশা আদর্শ পল্লীর বাসায় বসবাস করতেন। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ বুধবার সকাল ৭টার দিকে হারুন অর রশিদ আকন্দ চণ্ডীপাশা নতুন বাজারে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে হারুন অর রশিদ আকন্দ ও আরেক পথচারী নুরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে হারুন অর-রশিদের মৃত্যু হয়। 

ওসি স্নেহাংশু বিকাশ সরকার বলেন, ‘দ্রুতগতির একটি ট্রাক দুই পথচারীকে চাপা দিলে একজন নিহত হয়েছেন, অপর একজন হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনার পর ট্রাক পালিয়ে যাওয়ায় খোঁজ পাওয়া যায়নি।’

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম

ইউপি চেয়ারম্যান মান্নান কারাগারে

চুরি হওয়া ৪০ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

ময়মনসিংহে বাসচালককে ইউএনওর লাঠিপেটা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে

৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩