হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ছাদ থেকে লাফিয়ে পড়ে নিহত তরুণীর পরিচয় মিলেছে

ময়মনসিংহ প্রতিনিধি

সিসিটিভি ফুটেজে তরুণী। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

ময়মনসিংহ নগরীর বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিহত তরুণীর পরিচয় মিলেছে। তাঁর নাম ত্রিপলা ভদ্র একা (২০)। তিনি ছিলেন ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান শফিক আজকের পত্রিকাকে এই তথ‍্য জানিয়েছেন। তিনি বলেন, ত্রিপলা ভদ্র একা জেলার তারাকান্দা উপজেলার বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্র ও লিপি দত্ত দম্পতির মেয়ে। তিনি নগরীর কালীবাড়ি কবরস্থান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। সেদিন বেলা ১টার দিকে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ের ১৩ তলা বর্ণালী ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি মৃত্যুবরণ করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনার রহস‍্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমঘটিত বিষয় থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, বেলা ১টা ১১ মিনিটে নীল জামা পরা এক তরুণী ভবনে প্রবেশ করেন। পরে লিফটে ভবনের ছাদে চলে যান। বেলা ১টা ১৪ মিনিটে তিনি লাফিয়ে নিচে পড়ে যান।

ওসি বলেন, তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনপি অফিসের ভাড়া বাকি কোটি টাকা, পিস্তল হাতে দলীয় সাবেক উপমন্ত্রী

বকশীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: আরও এক লাশ উদ্ধার

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

‘ব্রিজ দিয়া পার অইলে জীবনডা সার্থক ওইতো’

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ

‘ঈদমেলা’ নামে অশ্লীল নাচ-গান, নারীসহ ৩৮ জন গ্রেপ্তার

কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন