হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ আ. লীগের ২ নেতা কক্সবাজারে গ্রেপ্তার, গুলিসহ অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ, প্রতিনিধি

আবু বক্কর সিদ্দিক সাগর ও ওমর ফারুক সাবাস। ছবি: সংগৃহীত

তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (পুলিশ) ডিবি। আজ রোববার কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সাবাস (৩৭)।

দুপুরে তাদের কক্সবাজার থেকে ময়মনসিংহে নিয়ে আসা হয়। পরে নগরীর দিঘারকান্দা এলাকায় আটক ওমর ফারুক সাবাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সাবাস তার হেফাজতে থাকা দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল বের করে দিলে পুলিশ তা জব্দ করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। এ ছাড়া অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

খোঁজ নিয়ে জানা গেছে, হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সাবাস। তার বিরুদ্ধে হত্যা, জমি ও বাড়ি দখলসহ চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে। এ ছাড়া ব্যবসায়ী দুলু, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ অসংখ্য ব্যক্তিদের কুপিয়ে জখম করার অভিযোগও রয়েছে।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার