হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল মিয়া (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া থানার টেংরারচর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। 

আজ শনিবার দুপুরে ময়মনসিংহের র‍্যাব-১৪-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কামালকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। 

গ্রেপ্তার কামাল মিয়া শহরের থানা ঘাট এলাকার বাসিন্দা। তিনি মোটর মেরামতের কাজ করেন। 

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ২৪ মার্চ বিকেলে চিকিৎসকের কাছে যাবেন বলে পায়েল নামের এক নারী শিশুটিকে জানান। শিশুটি তাঁর সঙ্গে যেতে রাজি হয়। কিন্তু ওই নারী শিশুটিকে চিকিৎসকের কাছে না নিয়ে নগরীর খাগডহর ঘুণ্টি এলাকার একটি বাসার ষষ্ঠতলায় নিয়ে যান। সেখানে কামালের কাছে তুলে দেন। এ সময় কামাল শিশুটিকে ধর্ষণ করেন এবং কাউকে কিছু বলতে নিষেধ করেন। 

পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হলে ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে কামাল ও পায়েলকে আসামি করে ধর্ষণ মামলা করেন বলে জানান র‍্যাব কর্মকর্তা আনোয়ার। 

ধর্ষণ মামলায় র‍্যাব অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া থানার টেংরারচর এলাকা থেকে কামাল মিয়াকে গ্রেপ্তার করে। কামালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন