Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল মিয়া (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া থানার টেংরারচর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। 

আজ শনিবার দুপুরে ময়মনসিংহের র‍্যাব-১৪-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কামালকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। 

গ্রেপ্তার কামাল মিয়া শহরের থানা ঘাট এলাকার বাসিন্দা। তিনি মোটর মেরামতের কাজ করেন। 

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ২৪ মার্চ বিকেলে চিকিৎসকের কাছে যাবেন বলে পায়েল নামের এক নারী শিশুটিকে জানান। শিশুটি তাঁর সঙ্গে যেতে রাজি হয়। কিন্তু ওই নারী শিশুটিকে চিকিৎসকের কাছে না নিয়ে নগরীর খাগডহর ঘুণ্টি এলাকার একটি বাসার ষষ্ঠতলায় নিয়ে যান। সেখানে কামালের কাছে তুলে দেন। এ সময় কামাল শিশুটিকে ধর্ষণ করেন এবং কাউকে কিছু বলতে নিষেধ করেন। 

পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হলে ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে কামাল ও পায়েলকে আসামি করে ধর্ষণ মামলা করেন বলে জানান র‍্যাব কর্মকর্তা আনোয়ার। 

ধর্ষণ মামলায় র‍্যাব অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া থানার টেংরারচর এলাকা থেকে কামাল মিয়াকে গ্রেপ্তার করে। কামালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম