Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেকে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

মমেকে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ডেডিকেটেড ইউনিটে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। 

মৃতদের মধ্যে ময়মনসিংহের একজন ও নেত্রকোনার একজন রয়েছেন। মৃতরা দুজনই নারী। তাঁরা হলেন-ময়মনসিংহ সদরের সায়েদা বেগম (৬৭) ও নেত্রকোনা কেন্দুয়া উপজেলার রাজিয়া খাতুন (৫৪)। 

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৭৫ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়। 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫ জনসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৬ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। 

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৬৭টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬১ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৪১৬ জন। 

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট