হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুসহ ৫ জনের জামিন নামঞ্জুর

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হলো। আজ সোমবার বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ জামিন আবেদন নামঞ্জুর করেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী জানান, সাংবাদিক রব্বানি হত্যা মামলায় গ্রেপ্তার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদী উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ১৭ জুন নিহত রব্বানির স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন