হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএফআরআইয়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (বিএফআরআই) অনুষ্ঠিত হলো ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা’ শীর্ষক কর্মশালা। শুক্রবার ময়মনসিংহে বিএফআরআই মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। 

সচিব তার বক্তব্যে বলেন, ‘বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। স্বল্প জায়গায়, স্বল্প খরচে মাছের অধিক উৎপাদন নিশ্চিত করতে হলে, আধুনিক প্রযুক্তির সান্নিধ্যে আসতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে।’ 

এ সময় তিনি প্রযুক্তিনির্ভর উন্নত বিশ্বের মাছ চাষের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বেশি করে গবেষণা প্রবন্ধ পড়ার ওপর গুরুত্বারোপ করেন। 

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআইয়ের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. অনুরাধা ভদ্র। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম। নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন—মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক ও মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম। 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন