ময়মনসিংহ প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে শটগানসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাতে নগরীর মাদ্রাসা কোয়ার্টারের নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মিন্টুর ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকেও আটক করা হয়।
সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যৌথ বাহিনী ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তাঁর ভাতিজা সৈয়দ সজলকে আটক করে থানায় হস্তান্তর করেছে। শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এ সময় মিন্টুর লাইসেন্স করা শটগান জব্দ করা হয়।
ওসি শফিকুল ইসলাম আরও বলেন, মিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রেদোয়ান হাসান সাগর হত্যা মামলার আসামি। তাঁর ভাতিজা সজলকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকেই আদালতে সোপর্দ করা হবে।