ময়মনসিংহ প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ত্রিশালের আউলিয়া নগর রেলস্টেশনে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ বুধবার সকালে রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী ভাওয়াল ট্রেনের ইঞ্জিন বিকল হলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ৪০ মিনিট পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মির্জা মো. মুক্তা জানান, ট্রেনের বিকল ইঞ্জিন মেরামত করতে ৪০ মিনিট সময় লাগে। সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে কোনো স্টেশনে ট্রেন আটকা পড়েনি।