ময়মনসিংহ, প্রতিনিধি
ময়মনসিংহে একটি ফিলিং স্টেশনে আগুন লেগে একজন নিহত হয়েছেন। এছাড়া দগ্ধ হয়েছেন আরও ৭ জন।
আজ সোমবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে নগরীর রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারসন সেন্টারে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, দ্বগ্ধ ৭ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে হয়েছে। অগ্নিকাণ্ডে হিমেল নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। তবে, নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাসবাহী একটি ট্যাংক লড়ি থেকে স্টেশনে গ্যাস আনলোড করার সময় এ ঘটনা ঘটে। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাম্পটির পুরো যন্ত্রাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি তিনটি দোকান, একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়েছে।