Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

চুরি হওয়া ৪০ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

চুরি হওয়া ৪০ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ
উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আজ মঙ্গলবার হালুয়াঘাট ও ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোনের মালিকেরা।

এ সময় জানানো হয় থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।

ভুক্তভোগী অনেকেই ধারণা করেছিলেন হয়তো আর খুঁজে পাবে না শখের কেনা প্রিয় মোবাইল ফোনটি। কিন্তু পুলিশের পদক্ষেপে ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন।

উপজেলার ঘোষবের এলাকার জাকিয়া সুলতানা বলেন, ‘আমি রান্নাঘরে ছিলাম। ঘরে এসে দেখি মোবাইলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, কিছুদিন পরে থানায় জিডি করেছিলাম এখন আমি মোবাইলটি পাইয়া অনেক আনন্দ লাগছে।’

গাতী গ্রামের শামসুল ইসলাম বলেন, ‘আমার পুত্রবধূ মোবাইলটা চার্জে দিয়ে বাড়ির বাইরে গিয়েছিল, ঘরে এসে দেখে মোবাইল হারিয়ে গেছে, আজ মোবাইল পেয়ে ভালো লাগছে।’

হালুয়াঘাট সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল সাগর সরকার বলেন, মোবাইল ফোন হারিয়ে দুই উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা জিডি করেছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া থানায়। পুলিশের সাইবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের আইএমই নম্বর শনাক্ত করে অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, গাজীপুর, মাওনা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য হবে ১০ দশ লাখ। মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট