হোম > সারা দেশ > ময়মনসিংহ

১১ বছর পর নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ইয়াসের খান চৌধুরী, এনামুল কাদির, মিজানুর রহমান লিটন, এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, রফিকুজ্জামান ভূঁইয়া মনি। ছবি: সংগৃহীত

১১ বছর পর ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ওই কমিটির অনুমোদন দেন।

উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন ইয়াসের খান চৌধুরী। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া মিজানুর রহমান লিটনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটিতে ১১২ জনকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে নান্দাইল পৌর বিএনপির কমিটিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে আহ্বায়ক করা হয়। সদস্যসচিব করা হয়েছে রফিকুজ্জামান ভূঁইয়া মনিকে। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন। কমিটির সদস্যসংখ্যা ৮১।

এদিকে দীর্ঘদিন পর কমিটি ঘোষণা করায় নান্দাইলের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বিএনপি অফিসের ভাড়া বাকি কোটি টাকা, পিস্তল হাতে দলীয় সাবেক উপমন্ত্রী

বকশীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: আরও এক লাশ উদ্ধার

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

‘ব্রিজ দিয়া পার অইলে জীবনডা সার্থক ওইতো’

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ

‘ঈদমেলা’ নামে অশ্লীল নাচ-গান, নারীসহ ৩৮ জন গ্রেপ্তার

কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন