ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে আটক সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এর আগে নগরীর গোলপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাইদুল ইসলাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুরঘাট দখল, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। এসব ঘটনায় যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ আসে।
গতকাল সোমবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুল ইসলামসহ আরও কয়েকজনকে আটক করে। পরে আহত অবস্থায় সাইদুল ইসলামকে রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে জরুরি বিভাগে কর্মচারীরা জানান, রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ছয়জনকে আহত অবস্থায় নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাইদুল ইসলামের মৃত্যুর বিষয়ে পুলিশের কোনো বক্তব্য নেই। সে বিষয়ে বিস্তারিত সেনাবাহিনী বলতে পারবে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’