Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে শিশু-কিশোরদের আত্মরক্ষার প্রশিক্ষণ বন্ধের অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গৌরীপুরে শিশু-কিশোরদের আত্মরক্ষার প্রশিক্ষণ বন্ধের অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শিশু-কিশোরদের আত্মরক্ষার একটি প্রশিক্ষণ কর্মশালা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে আজ বুধবার এ ঘটনা ঘটে। প্রশিক্ষণ কর্মশালাটি ইউনিসেফের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। 

ইউনিসেফের স্থানীয় সমন্বয়কারী মো. সুরুজ আলী আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তাঁর বাড়িতেই এই প্রশিক্ষণ চলছিল। 

সুরুজ আলী বলেন, চার দিনের প্রশিক্ষণের আজ ছিল তৃতীয় দিন। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্থানীয় ৩০-৪০ জন লোক তাঁর বাড়িতে গিয়ে বলেন, এখানে এসব চলবে না। প্রশিক্ষণ বন্ধ না করলে হামলার হুমকি দেন তাঁরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাঁরা প্রশিক্ষণ বন্ধ রাখতে বলেন। 

সুরুজ আলী জানান, সেখানে আসা ব্যক্তিদের মধ্যে খোদাবক্সপুর গ্রামের মামুন, দোলন, রানা, ফারুক, আকাশ, আমিরুল, সাদ্দাম, খেলার আলগী গ্রামের আব্দুল খালেক, দুর্গাচড়া গ্রামের জুবাঈদসহ আরও অনেকে ছিলেন।

ইউনিসেফের স্থানীয় চাইল্ড প্রোটেকশন কমিউনিটি মবিলাইজার মো. গোলাম মাসুদ বলেন, ‘সকালে স্থানীয় কো-অর্ডিনেটর সুরুজ আলী আমাকে জানান, কিছু লোকজন বাড়িতে এসে বলে গেছেন, এখানে এসব প্রশিক্ষণ করানো যাবে না। পরে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।’ 

প্রশিক্ষণটির জেলা সমন্বয়ক পার্থ প্রতিম সরকার বলেন, গত দুই দিন একই স্থানে প্রশিক্ষণ নিচ্ছিল ৭০ জন ৯ থেকে ১৮ বছর বয়সী মেয়ে এবং ৩০ জন ছেলে। দেশের এক লাখেরও বেশি শিশু ও পাঁচ লাখের বেশি অভিভাবকের জন্য ২৫টি জেলার এবং ১২টি সিটি করপোরেশনে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিসেফের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কারাতে দো এবং সুবর্ণরেখা লিমিটেড। 

পার্থ প্রতিম আরও জানান, প্রান্তিক শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং ক্ষতিকর অভ্যাস প্রতিরোধের জন্য নেওয়া জাতীয় কর্মসূচি ‘স্পোর্টস ফর ডেভেলপমেন্ট’-এর অন্তর্ভুক্ত। সারা পৃথিবীতে ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। ৫ আগস্ট ব্র্যাক লার্নিং সেন্টারে উদ্বোধন হওয়ার পর ১৪ আগস্ট থেকে ময়মনসিংহ সিটি করপোরেশন ও ময়মনসিংহ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে। আজ খোদাবক্সপুরে তৃতীয় দিনের সেশন শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয়দের হুমকির পর তা বন্ধ রাখা হয়। 

এদিকে অভিযোগ অস্বীকার করে মামুন বলেন, ‘আমরা প্রশিক্ষণের বিষয়ে খোঁজখবর নিতে গিয়েছিলাম, কাউকে নিষেধ করা হয়নি।’ এ বিষয়ে সেখানে যাওয়া আর কারও বক্তব্য পাওয়া যায়নি। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি, এমনকি আমাকে জানানোও হয়নি।’ 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা আফসানা বলেন, ‘ভাংনামারী ইউনিয়নে ইউনিসেফের এ ধরনের কোনো প্রশিক্ষণ চলছে তা আমাকে জানানো হয়নি। হুমকির ঘটনাটিও আমার জানা নেই।’

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে

৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য