হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, পুলিশ সদস্য গ্রেপ্তার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইব্রাহীম খলিল (২৪) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণের অভিযোগে সাফায়েত গনি (২৮) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের শিকার মাদ্রাসাছাত্র ইব্রাহীম খলিলকেও উদ্ধার করে পুলিশ। 

এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীনূল ইসলাম। 

গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সাফায়েত গণি মুক্তাগাছা উপজেলার ছাত্রাশিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। গাজীপুর জেলার কালিয়াকৈর সার্কেল অফিসে কর্মরত ছিলেন। ভুক্তভোগী মাদ্রাসাছাত্র ইব্রাহীম খলিল স্থানীয় কেআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল বিভাগের ছাত্র। 

পুলিশ বলছে, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার চৌধার গ্রাম থেকে ইব্রাহীম খলিলকে পুলিশের পোশাক পরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলামকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সাফায়েত গনি সাগর। পরে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাফায়েত গনি ও রুমানসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। 

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীনূল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশের সহায়তায় সাফায়েতকে গ্রেপ্তার করে। পরে ভুক্তভোগী ইব্রাহীম খলিলকে উদ্ধার করে ফুলবাড়িয়া থানায় আনা হয়েছে।’ 

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘অপহরণকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ডের আবেদন করে ময়মনসিংহ ২ নম্বর আমলি আদালতে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন