Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় নিহত বেড়ে ৬ 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশালে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় নিহত বেড়ে ৬ 

ময়মনসিংহের ত্রিশালে পোশাককর্মীবাহী বাসে আরেক বাসের ধাক্কায় নিহত বেড়ে ছয়জন হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিন পোশাককর্মী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভালুকার গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসটি ত্রিশাল এলাকা থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাট এলাকায় পোশাকশ্রমিকবাহী বাসকে পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে আরও দুজন মারা গেছেন।

নিহতরা হলেন ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের হদ্দের ভিটা গ্রামের আতিকুল ইসলামার মেয়ে জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার সাইফুল ইসলামের ছেলে খালেকুজ্জামান লিটন মিয়া (৩২), ঈশ্বরগঞ্জের মারুয়াখালী গ্রামের আলতাফ হোসেন (৬০), ত্রিশালের রাগামারা এলাকার সোহেল মিয়া (৩৫) এবং অজ্ঞাত আরও একজন।

আহতের মধ্যে আছেন নাফিস (১৩), স্বপ্না (২৫), বাচ্চু মিয়া (৪২), আলী হোসেন (২৭), রমজান আলী (৫৫) ও এনামুল (৩০)। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই কর্মস্থলে যাচ্ছিলেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শেরপুরের একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় আসতেই হঠাৎ চাকার হাওয়া বেরিয়ে যায়। রাস্তার পাশেই চাকা মেরামত করার সময় এক যাত্রী একটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করালে পেছন থেকে অন্য বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১৪ জন।

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম