Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন
ইউএনওর বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের বদলি প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচির পালন করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে তাঁরা। এ সময় তাঁরা আজকের মধ্যে ওই ইউএনওর বদলি প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের বদলি প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচির পালন করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে তাঁরা। এ সময় তাঁরা আজকের মধ্যে ওই ইউএনওর বদলি প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

ইউএনওর বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
ইউএনওর বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

এর আগে ৫ ডিসেম্বর হালুয়াঘাটের ইউএনও মো. এরশাদুল আহমেদকে ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলির প্রঙ্গাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। গত ২৬ সেপ্টেম্বর হালুয়াঘাটে ইউএনওর দায়িত্ব পান এরশাদুল আহমেদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইউএনও হালুয়াঘাটে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা উপজেলার উন্নয়নের স্বার্থে ইউএনওকে হালুয়াঘাটে পুনর্বহাল চাই। যদি আজকের রোববার ভেতরে বদলির আদেশ প্রত্যাহার করা না হয়, হালুয়াঘাটে জরুরি সেবা ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। আর আমাদের কার্যক্রম চলতেই থাকবে।’

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোফায়েল আহমেদ, জুলাকার নাঈন, শরিফুল হাসান রানা, আশরাফুল ইসলাম সোহান, আবিদা সুলতানা, আফরিন ডানা, মাশহুরা তাবাসসুম কাশফিয়া প্রমুখ।

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

অবশেষে ‘জীবিত হলেন’ সুরধ্বনী, পাবেন ভাতা

বাসরঘর থেকে আটক যুবক, অন্য কিশোরীকে ধর্ষণের মামলা