হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

ইউএনওর বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের বদলি প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচির পালন করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে তাঁরা। এ সময় তাঁরা আজকের মধ্যে ওই ইউএনওর বদলি প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের বদলি প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচির পালন করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে তাঁরা। এ সময় তাঁরা আজকের মধ্যে ওই ইউএনওর বদলি প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

ইউএনওর বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

এর আগে ৫ ডিসেম্বর হালুয়াঘাটের ইউএনও মো. এরশাদুল আহমেদকে ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলির প্রঙ্গাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। গত ২৬ সেপ্টেম্বর হালুয়াঘাটে ইউএনওর দায়িত্ব পান এরশাদুল আহমেদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইউএনও হালুয়াঘাটে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা উপজেলার উন্নয়নের স্বার্থে ইউএনওকে হালুয়াঘাটে পুনর্বহাল চাই। যদি আজকের রোববার ভেতরে বদলির আদেশ প্রত্যাহার করা না হয়, হালুয়াঘাটে জরুরি সেবা ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। আর আমাদের কার্যক্রম চলতেই থাকবে।’

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোফায়েল আহমেদ, জুলাকার নাঈন, শরিফুল হাসান রানা, আশরাফুল ইসলাম সোহান, আবিদা সুলতানা, আফরিন ডানা, মাশহুরা তাবাসসুম কাশফিয়া প্রমুখ।

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ