ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের বিভাগীয় শহর থমথমে। আজ সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারফিউর কারণে নগরীতে যান চলাচল সীমিত লক্ষ করা গেছে। বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
আজ দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় দেখা গেছে, মোড়ের চারদিকে কয়েকটি রিকশা, ইজিবাইক দাঁড়িয়ে রয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশার চালক ফজর আলী বলেন, ‘চলমান অস্থিরতার কারণে আমাদের আয় একেবারেই কমে গেছে। মানুষ ঘর থেকে বের না হলে আমাদের রিকশায় কে উঠবে বলেন?’
আরেক ইজিবাইকচালক হোসেন আলী বলেন, ‘সরকারের পতন হবে কি না, তা আমাদের জানার দরকার নেই। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। আপনারা দেশে শান্তি ফিরিয়ে আনুন।’
শহরে সাধারণ মানুষের চলাচল কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফল ও সবজি ব্যবসায়ীরা।
ফল ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, ‘দিনের ফল দিনে বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যায়। মানুষ বাজারে না আসায় আম, আঙুর, কমলা, আপেল, আনারস নষ্ট হচ্ছে। এক মাস ধরে আমরা লোকসানের মধ্যে আছি।’
সবজি ব্যবসায়ী ইমদাদুল হোসেন বলেন, ‘সকাল থেকে সবজির ডালা সাজিয়ে বসেছি। কিন্তু ক্রেতা একেবারেই নেই। বিগত কয়েক দিন ধরে ব্যবসায় মন্দা যাচ্ছে। আমরা এই অস্থিরতার নিরসন চাই।’