হোম > সারা দেশ > ময়মনসিংহ

নৌকায় ভোট চেয়ে প্রত্যাহার হওয়া সেই ওসি নির্বাচনী দায়িত্বে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাওয়ার দায়ে প্রত্যাহার হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্বে ছিলেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত একটি সাদা রঙের মাইক্রোবাসযোগে ফোর্স নিয়ে উপজেলার গোয়ালেরচর ও গাইবান্ধা ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করেন পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্বে থাকা শ্যামল চন্দ্র ধর। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে গোয়ালেরচর ও গাইবান্ধা ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্ব পালন করেছি। ভোট গ্রহণে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টির খবর পাওয়া যায়নি।’

পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার পর কোথাও পদায়ন হয়েছে কি না, জানতে চাইলে জবাবে শ্যামল চন্দ্র ধর বলেন, ‘এখনো পদায়ন হয়নি। পুলিশ লাইনসেই সংযুক্ত আছি।’

এর আগে ২০২৩ সালের ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌর মাঠে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তৎকালীন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করার প্রত্যাশার কথা বলেন। সভার উপস্থিত তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদকে নয়নের মণি এবং দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে সুযোগ্য বিশেষণে অভিহিত করেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ২৫ আগস্ট তাঁকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ