Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় নিখোঁজের পরদিন গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ভালুকায় নিখোঁজের পরদিন গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের এক দিন পর হাজেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ মে) সকালে বাড়ির পাশে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী সোহেল (৪০) পলাতক রয়েছে।

এ ঘটনায় নিহতের শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভালুকা মডেল থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাচিনা ইউনিয়নের গুজার ভিটার বীর মুক্তিযোদ্ধা মৃত আজাহার উদ্দিনের ছেলে সোহেলের স্ত্রী হাজেরা খাতুনকে গতকাল সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার (৭ মে) সকালে বাড়ির পাশে ধানখেতে হাজেরা খাতুনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে।

কাচিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, নিহতের স্বামীর নাম সোহেল। হাজেরা খাতুন দুই সন্তানের জননী। সে একই ইউনিয়নের পালগাঁও গ্রামের হাছেন আলীর মেয়ে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। প্রায়ই সোহেল স্ত্রীকে মারধর করত। এ ঘটনার পর থেকেই স্বামী সোহেল পলাতক রয়েছে।

ওসি শাহ কামাল আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজেরা তাঁর স্বামীর হাতে খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ঘিয়ে ভাজা টক-মিষ্টি জিলাপি

১ হাজার রেখে ঘুষের বাকি টাকা ফেরত দিল পুলিশ

ময়মনসিংহে ধর্ষণবিরোধী মিছিলে বৈষম্যবিরোধীদের হামলা, আহত ৩

গোটালি মাছের কৃত্রিম প্রজননে বিএফআরআই বিজ্ঞানীদের সফলতা

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পশুর হাটে হামলা-লুটপাটের অভিযোগ

গফরগাঁওয়ে ‘মাদকাসক্তের’ হামলায় যুবক নিহত

মাদক কারবারের ৭০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

জামালপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা

আওয়ামী আমলের অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নজরুল বিশ্ববিদ্যালয়

পাঁচ দাবিতে ময়মনসিংহে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ