নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এ বছর ৩৬ কোটি ২৭ লাখ ২৭ হাজার ২৪০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া।
সোমবার (২৮ জুন) নান্দাইল পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা মহামারির কারণে নতুন অর্থবছরে বাজেটে কোন করোরোপ করা হয়নি।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী প্রকৌশলী মো. শাহানুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এ সময় বক্তারা নান্দাইল পৌরসভার উন্নয়নে নিয়মিত কর পরিশোধ করার আহবান জানান। নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদানে নান্দাইল পৌরসভা নিয়মিত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়। পৌর সচিব মো. মাহতাব উদ্দিন এ অনুষ্ঠান উপস্থাপনা করেন।