দুই ভাইয়ের বিবাদ মীমাংসার জন্য আলোচনায় বসেছিলেন ভগ্নিপতি। কিন্তু তাঁদের বিবাদ তো মিটলই না, উল্টো বাগ্বিতণ্ডার একপর্যায়ে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন। পুলিশ খবর পেয়েই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে আজ রোববার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায়।
নিহত ব্যক্তির নাম লাল চান (২২)। পুলিশের হাতে আটক হয়েছেন তাঁর বড় ভাই জালাল উদ্দিন (৩৫)। তাঁরা ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। লাল চান অটোরিকশাচালক ছিলেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান।
শফিকুল ইসলাম খান বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে লাল চান ও জালালের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য তাঁদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনায় বসেছিলেন। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হলে হঠাৎ জালাল উদ্দিন ছোট ভাইকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন। এতে লাল চান মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।