ময়মনসিংহে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. হেলাল উদ্দিনের ছেলে মো. শান্ত ওরফে কাজল মিয়া (২৭) ও নুর হোসেনের ছেলে মো. সুলতান (৪০)।
গতকাল রোববার বিকেলে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত শনিবার দিবাগত রাতে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হোসেনপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।’