হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে কিশোরীর জানালার শিকে বেল্টে ঝুলছিল যুবকের লাশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদরের চুরখাই উইনারপাড় এলাকায় লিখন মিয়া (২৭) নামে এক ক্যাবল অপারেটরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে বেল্ট প্যাচানো অবস্থায় একই গ্রামের কিশোরীর ঘরের জানালার পাশ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। 

আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রেমিকার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। তবে কিশোরীর পরিবার বলছে, প্রেম প্রত্যাখ্যান করায় যুবকটি গলায় ফাঁস নিয়েছে। লিখন মিয়া চুরখাই উইনারপাড় গ্রামের ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, লিখন আত্মহত্যা করেছে বলে রাতে মোবাইল ফোনে তাঁর স্বজনদের জানায় কিশোরীর পরিবার। পরে নিহতের স্বজনেরা গিয়ে লিখনের গলায় প্যান্টের বেল্ট প্যাচানো অবস্থায় মরদেহটি দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কিশোরী ও তার পরিবার জানায়, গত দুই বছর ধরে লিখন মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি ৮ম শ্রেণির শিক্ষার্থী। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এর আগেও তিনবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল লিখন। গতকাল বৃহস্পতিবার রাতেও মেয়েটির বাড়িতে এসে প্রেমের প্রস্তাব দিতে থাকে। তাঁর প্রস্তাবে সাড়া না দেওয়ায় হঠাৎ করে ঘরের জানালার শিকে নিজের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর মেয়েটি লিখনের কোনো সাড়াশব্দ না পেয়ে গৃহস্থালি দা দিয়ে বেল্টটি কেটে দেয় এবং নিহতের পরিবারকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করে বলে জানায় মেয়েটির পরিবার। 

তবে নিহতের পরিবারের দাবি, কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে লিখনকে। 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে, তবে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে ও তার মাকে থানায় নেওয়া হয়েছে। তবে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন